আজন্ম ঋণ জমে



                      

স্থির জলের সামনে বসি

মৃত  কোন পরমাত্মীয়ের মত

বাতাস এসে ছুঁয়ে দেয় চুল,

আমি কি এখানে আগেও এসেছি কোনদিন?


জলকে আলিঙ্গন করি,

ছোট ছোট ঢেউ ওঠে,

থেমে যায় গৃহস্থ বিবাদ।

ঢেকে যায়  শোক, তাপ, বিরহ মালিন্য


এমন শ্রাবন দিনে 

আজন্ম ঋণ জমে পুরনো বৃষ্টির কাছে,

মিয়াঁ কি মল্লার শোনে

গোপন অতীত।