রত্নদীপা দে ঘোষ
Author / Editor : iPatrika Crawler

বাঘ
১
যে যার নিজস্ব বাঘের ওপর মাথা রেখে শুয়ে আছে
দশগুণ বাঘভাঙা নিরুদ্দেশ আমিও ব্যাঘ্রতায় নিজেকে
২
যৌনবাঘ তামা উজ্জ্বল হলুদ গড়ন
গুণ গান করি বাঘ = আলো= আলেয়া। আমরা ক’জন
বাঘডজন শুক্রগ্রহের বণ্টন শিখছি অন্ধকারে
৩
মধ্যযাম বাঘের হাসি! ম্যাটফিনিশ খিলখিল ছুঁয়েছে জমাট
বাঘমাস্টার তিনি যার টাইমলাইনের সর্বাঙ্গে সিক্রেট ফোল্ডার
৪
এমন বাঘের দুধ পাবলিক খাবে না
যে দুধের রক্ত বাঘ-টুকটুকে তরলদানাদার নয়
৫
বাঘ আর বেড়ালের মধ্যে পার্থক্য দুইটা। মিউমিউ আর ডোরাকাটা।
৬
অন্দরের রোগা বাঘটি! উপসি। বেরিয়ে গ্যাছে কণ্ঠার হাড়!
তার কথা ভেবেই উনুন ধরাই আবার! রান্না করি অরণ্য! হাঁড়ির জানালা
ভেঙে একরাশ জ্যোৎস্নামাংস! বেঘোবাতাসের খিদে পায়।
৭
যে বাঘের শরীর পলিমাটির
বুক চেতাবনির
ওষ্ঠ চুম্বনধর্মী, সঙ্গম কপর্দকহীন
সেই বাঘটিই কবি, কবিতাহত!
৮
বাঘপক্ষে গাঁয়ের মেয়েরা যে প্রতিমা গড়ে তাঁর নাম দেবী।
পরনে নাই ভূষণ অলঙ্কার! বজ্রচোখে তীব্র বাঘালো বাঘবাদ!
৯
বাঘের নিজস্ব অস্ত্র, হাতিয়ার? নেই! এই কথাটা রাষ্ট্র হতেই
স্বয়ং রাষ্ট্র হাত বাড়িয়েছে বাঘসাম্রাজ্যের গোপনদিকে!
১০
বাঘের জখম যখন ইশতেহারের ওপর হেঁটে বেড়ায়
তখন রেনেসাঁর গা-রং ছমছম লালকম্পাস!