মানস চক্রবর্ত্তী
লেখক / সংকলক : iPatrika Crawler

মানস চক্রবর্ত্তীর কবিতা
মানস চক্রবর্ত্তী
১)
ঘন নিয়ে এসেছে সে
দুয়ারে দুয়ারে মন্দ্র মেঘের খেলা
অ্যাখনি বন্ধ আলোর গন্ধ
সব মেখলা ঘিরে ঘিরে
বনবন নাচে আর ঘোরে মনরো আহা
ফোঁটা ফোঁটা জল
আসে দল দল বালিকা
কী নাচে তাহার ঘাঘরা
ঝমঝম রঙ পোশাক গ্যালো যে ফেলিয়া
মনরোরা মেরিলিন সব বোনেরা
পিছলে পিছলে থৈ থৈ তা তা তাতা থৈ রে
জলেতে আনিতে ভাসাতে বাসাতে বাতাসের খেলা শোন রে
দু হাতে তুলেছে নম্র শঙ্খ কে বাজাবি যেন ডাকে রে
নরম শাঁখে ফুঁ দিয়ে দিয়ে
কেমন সুখে বৃষ্টিকে আজ সৃষ্টি সুখে
বৃষ্টিকে আজ দৃষ্টি সুখে
বান ডাকতে যাই রে
ঘন নিয়ে এসেছে যে পিঁড়ের আসন চাই রে
২ )
এখানে বৃষ্টি পড়ছে
দমকা হাওয়া মাঝে মাঝে
তোমাকে জানাতেই যেন মেঘেদের রাগ বেড়ে গ্যালো
এখানে কাদা পথ আমগাছ ভিজে যাওয়া দোয়েল ফিঙে
মাধবী দুলছে
জুঁই
ভেতরে ভেতরে কথা ফুটছে
তবু চিৎকার করতে পারছে না মেঘ
এখানে পুকুরে ভারী স্তন থেকে ফোঁটা ফেলছে
অজস্র বৃত্ত পুকুরময়
তোলপাড় করছে তাদের স্পর্শরেখায়
তোমার সোনালী কলমে রেখাগুলো পরস্পর সমকোণ হয়ে যাচ্ছে
এই খবর দেব বলে এত জানকারি
তোমার কলমে এখনো আবছা ক্ষীণ মৃদু বিভিন্ন শব্দ লেখা যাচ্ছে
বিশ্বাস করো
বৃষ্টি না এলে জানাই হতো না
জানানোই যেত না