কবিতা
কবিতা
Author / Editor : সলিল চৌধুরী
এমন কোনও অনুভূতি আসে যদি কখনো
যে আমার বৌ-এর মতো
নাম যার সবিতা।
অনুভব করা যাকে যায় না কখনো
অথচ সে সর্বক্ষণ ছেয়ে থাকে বুকে
শত সুখে দুখে
নাম তার কবিতা।
যে আমার বৌ-এর মতো
নাম যার সবিতা।
অনুভব করা যাকে যায় না কখনো
অথচ সে সর্বক্ষণ ছেয়ে থাকে বুকে
শত সুখে দুখে
নাম তার কবিতা।
Review Comments
Social Media Comments