প্রবচন  



১)

সমস্ত অরণ্যমেধের শেষে 

আমরা বর্ণহীন জীবন নিয়ে 


হেঁটে চলেছি এক বিদেশী রাস্তা দিয়ে।


দেখছি : মৃত নিউক্লিয়াস, আর পাথর

হয়ে যাওয়া মানুষগুলোর হাতে 

জমে আছে বিদ্বষ, মরিচিকা আর  বালি... 


আমাদের কুঁজে রাখা জল 

ধুকপুক করছে হৃদয়প্রান্তে রাস্তায়


শেষ কজন আমরা, চলেছি, 

সবুজ সন্ধানে আর


আর কোথা থেকে যেন 

 পাখ-পাখালির স্বপ্নডাক।

২) 


কালো রঙের ভিতর আচমকা জাগে সকাল

গড়াতে গড়াতে পৃথিবী হাই তোলে,

চারদিকে গতরাতের সংহার 


পড়ে আছে, প্রজাপতির পাখা,

পাশবালিশের তুলো, নরম রোদের পাশে

কেউ ছেড়ে গেছে, বাল্যকাল 

                       আর 'নেবুর' আচার