ওরা ভেবেছিল মনে আপনার নাম

মনোহর হর্ম্মরূপে বিশাল অক্ষরে

ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে

রেখে যাবে ! মূঢ় ওরা, ব্যর্থ মনস্কাম।

প্রস্তর খসিয়াছে ভূমে প্রস্তরের পরে,

চারিদিকে ভগ্নস্তূপ, তাহাদের তলে

লুপ্ত স্মৃতি ; শুষ্ক তৃণ কাল-নদী-জলে

ভেসে যায় নামগুলি, কেবা রক্ষা করে!

মানব হৃদয় ভুমি করি অধিকার,

করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন,

দরিদ্র আছিল তারা, ছিল না সম্বল

প্রস্তরের এত বোঝা জড় করিবার ;

তাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমন

কাল স্রোতে ধৌত নাম নিত্যসমুজ্জ্বল।