আশরাফুল মণ্ডল
আশরাফুল মণ্ডল
Author / Editor : iPatrika Crawler

ডাকাডাকি
ওই নামেই তোমাকে ডাকি।
ডাকাডাকিতে আঁকি অরণ্যঘেরা সাম্রাজ্য
আর চিবুক-স্নান সযত্নে কুড়িয়ে নিই
একান্তে,
ব্যাঙের ডাকে উল্লাস ওড়ে বিপুল!
ছেঁড়া ছেঁড়া কিছু চলে যাওয়া ছড়িয়ে গেছে দগ্ধ কলিজা-গান,
টেরিকাটা লগ্নে দ্বিধা সরিয়ে কেমন জাঁকিয়ে বসে কেশবিন্যাস
গল্পের গুটিকয় চরিত্র টেনে আনছে
চেনা চেনা শিকড়!
গুহ্যভেদে স্পষ্ট হচ্ছে সেইসব প্রকৃত,
সন্ধের আনাগোনার প্রস্তুতি জানিয়ে দিচ্ছে
যে আসছে, সে তুমিই...
Review Comments
Social Media Comments