রহস্যময় কুয়া
















প্ল্যাটিনাম না কিনতে পেরে আঙুলে অ্যালুমিনিয়াম রিং বানিয়ে পরলাম



পাকস্থলীর ফাঁক থেকে বোয়ালের ঝাল কি কেউ ব্যাখ্যা করতে পারে







অতীতের নিখুঁত ইট শহুরে অন্ধকার যখন লোহার কারখানা থেকে শ্যাওলা চাঁছা হচ্ছে



ভবিষ্যতের গ্রাম্য ইট সেয়ানা ১ লোক যখন ভিখারীর ধূর্ত হাতে ভারী কফিমগ







১ নতুন সম্পর্ক সর্বদাই পুরানো কোনো সম্পর্ককে খুন করে কাঁচা চিবিয়ে খায়



নতুন সময়ের গায়ে পুরানো সময়ের রক্তাক্ত ছাল পরানো থাকে



কুয়ায় তলিয়ে থাকে নখদন্তময়ী বিধবার নোংরা থান আর পড়শির বিশ্বস্ত দার্শনিকতা







ঐতিহাসিক গসিপ মানে কন্ডোমবিরতির আগে ১টি সুসজ্জিত জিরাফ লাগানো



অসামাজিক শীৎকারের অর্থ মাটির সাপ প্লাস্টিকের অধ্যায়ে ঢুকল ইতিহাস যতদূর অ্যান্টিসেমেটিক



কুয়ায় তলিয়ে থাকে লোলচর্ম কুমারীর প্যাড আর গেরস্থের ভৌগোলিক নিরাপত্তাবোধ







জীবন ভারতীয় জীবন না কি একটুও পাকিস্তানি নয়



জীবনের দিক থেকে সময়রা কোনোদিন ১ হবে না







কনেবউয়ের সোনার সামনে লণ্ঠন ধোরো না



ইট দেখে সভ্যতার বয়স মেপো না







এ কাহিনির প্রাণীতত্ত্ব বুঝাতে গিয়ে দেখলাম



ভূ-ভারতে প্রাণী সবকিছু প্রাণ নেই এমন কিছু নেই







কিংবা অতীতের বাতাস আর ভবিষ্যতের হাওয়া যখন একাকারে হাহাকার করছে



আমার কবিতায় আমি অনুপ্রবেশকারী আমারই কবিতায় আমি বিচ্ছিন্নতাবাদী



ছ্যাঁকা খাওয়ার ভয়ে আমি বর্তমানের গিয়ার প্রায় কিছুই বদলাইনি