শ্রীময়ী আলো
শ্রীময়ী আলো
লেখক / সংকলক : iPatrika Crawler
পুনরাবৃত্তে
যে টুকু বিষণ্ণতা নিয়ে সন্ধ্যে আসে
তারও পর অন্ধকার
আমার কাছে আমিরা বসে থাকে পুনরাবৃত্তে
স্বীকারোক্তির পোশাক ছেড়ে যৌবনবতী অক্ষি নদী
যাপনের প্রতিভাসে রুক্ষতর ছায়ারা তীব্র বাঁধে যন্ত্রণা
স্বজনহীন অলিন্দে একা এক পৃথিবী বসে থাকে
শরণার্থী সীমানায়
সেই সন্ধ্যের নেপথ্যে শূন্যে
শূন্যপ্রায় বিহ্বল কোনো জীবনের গল্প থেকে যায়
আমি-হীন, স্পর্শকাতর
অর্থহীন শব্দবন্ধে ক্ষয়িষ্ণু বনৰ্মালা
বিষাদে লেখে প্রেম সায়িল হৃদয়
ফাঁকা আঙুলে নিশ্চিহ্ন জেগে থাকে আবেগ ধূসর
Review Comments
সোসাল মিডিয়া কামেন্টস