পুনরাবৃত্তে












যে টুকু বিষণ্ণতা নিয়ে সন্ধ্যে আসে

তারও পর অন্ধকার

আমার কাছে আমিরা বসে থাকে পুনরাবৃত্তে

স্বীকারোক্তির পোশাক ছেড়ে যৌবনবতী অক্ষি নদী

যাপনের প্রতিভাসে রুক্ষতর ছায়ারা তীব্র বাঁধে যন্ত্রণা

স্বজনহীন অলিন্দে একা এক পৃথিবী বসে থাকে

শরণার্থী সীমানায়



সেই সন্ধ্যের নেপথ্যে শূন্যে

শূন্যপ্রায় বিহ্বল কোনো জীবনের গল্প থেকে যায়

আমি-হীন, স্পর্শকাতর





অর্থহীন শব্দবন্ধে ক্ষয়িষ্ণু বনৰ্মালা

বিষাদে লেখে প্রেম সায়িল হৃদয়

ফাঁকা আঙুলে নিশ্চিহ্ন জেগে থাকে আবেগ ধূসর