চর্যা পদ – ১ 
                            
                        চর্যা পদ – ১
লেখক / সংকলক : লুই পা
 
                                    কাআ তরুবর পঞ্চ বি ডাল। চঞ্চল চীএ পইঠো কাল।।
দিঢ় করিঅ মহাসূহ পরিমাণ।
লুই ভণই গুরু পুচ্ছিঅ জাণ।।
সঅল স [মা] হিঅ কাহি করিঅই ।
সুখদুখেতেঁ নিচিত মরিআই ।।
এড়িএউ ছান্দক বান্ধ করণক পাটের আস।
সুন্ন পাখ ভিড়ি লাহু রে পাস।।
ভণই লুই আম্হে ঝাণে দিঠা।
ধমণ চমণ বেণি পিণ্ডি বইঠা।।
                                Review Comments
                            
                        
                                সোসাল মিডিয়া কামেন্টস
                            
                         
            