দীপঙ্করের কথা 

প্রাণজি বসাক



অনেকবার বহুবার বারবার দীপঙ্কর শোনাতো আ্যসাইলামের তত্ত্ব ও তথ্য

পৃথিবীর যত আ্যসাইলামের ঘটনা ঘটেছে তার বিবরণ শুনেছি দিল্লিহাটের আড্ডায়

আর তো আর দীপঙ্কর নামিয়ে ফেললো আ্যসাইলাম নামে একপাতার কাগজ

তার ২ য় সংখ্যায় রবীন্দ্র গুহ লিখলেন ৬৫ লাইনের একটি দীর্ঘ কবিতা

যা কিনা ৬৩ বার কাটাকুটি করা হয়েছে দিল্লিহাটের নিমছায়ায় বসে


কব্জি ডুবিয়ে মাংস খাবার কথাও দীপঙ্কর বলতো মাঝে মাঝে

হিমাদ্রি দত্ত কবিতায় তুলে আনল দীপঙ্করের মাংস রন্ধন প্রক্রিয়া

এবং তার ম ম ঘ্রাণ 

সঙ্গমবিহারের রাতজাগা কবি প্রশান্ত বারিক রাত্রিযাপন শেষে ভেজা

পুরনো কাগজের পৃষ্ঠা জুড়ে নামাল তৌফিকের খাসি বিখ্যাত কবিতাটি


হনুমানমন্দিরের কোণাকানচি থেকে দীপঙ্কর ব্যাগভর্তি করে নিয়ে যেত

যত্তসব অন্ধকার দিল্লির সীমানার বাইরে তুলসিনিকেতনের আর এক নিঃসঙ্গ অন্ধকারে


দশ জানুয়ারির পর 

কারিকারি অন্ধকার তুলে নিতে

সে আর ফিরে আসেনি 


হিন্ডনের পঁচা জলে ভেসে গেছে তার বেবাক অভিমান 

তার আ্যসাইলামের কথা

তার কব্জি ডুবিয়ে মাংস খাওয়ার কথা

তার কনটপ্লেসের জমে ওঠা তালতাল অন্ধকারের কথা


কালুসরাইয়ের কবরিস্তানে আত্মমগ্ন দীপঙ্কর 

আমাকে একা পেয়ে শোনায় এক নেপালি যুবতীর কথা