বিশ্বজিৎ দেব
বিশ্বজিৎ দেব
লেখক / সংকলক : বিশ্বজিৎ দেব

বিশ্বজিৎ দেবের কবিতা
বিশ্বজিৎ দেব
আত্মবিষ
এসো আত্মবিষ আমরা উপুড় হয়ে শুই
হলদে রঙের পাতাটি মত
স্বপ্নচ্যুত ক্লোরোফিল..
অভিন্ন কথ্যভাষার মতই
এরা সব রয়ে গেছে, অবিকল গানের মুখোশ
বনপথ, চামড়ায় উদাস দুপুর
মাথা নীচু বিয়োগের রীড
আমাদের এথেকেই পরস্পর দূরত্বফলক
মুখ ফিরিয়ে থাকা রোমান হরফ
অকপট পাথরের অনুবাদগুলি
এসো অসীমের পথ, দুজনের
নীল সাদা টিকিটের ঘর
এসো টয়ট্রেন , প্রোটিনের নিভাজ সরনী
নৃত্যকলা
বায়ুপ্রকল্পের মাঠ ও কর্কটক্রান্তি পেরিয়ে
এসেছে সে, পায়ের নূপুর উড়িয়ে
আমাদের হৃদবিগলিত চৌমাথা
বৈঠকের সেঁকা তন্দুরি, বহুকোষী ধাবা
সেদিকেই নামিয়ে রেখেছে মর্মর, ঠান্ডা মোড়ক
পার্শচরিত্র মোড়া পলিথিনগুলি
মড়কেও মরেনি সে, ধর্মভীরু
চামড়ার বিনম্র কালশীটে
শুধু আংশিক পাঠোদ্ধারকৃত এসবের
গল্প বলা শেষে আলাদা হয়েছে নদী উপনদী
গ্রাম ধোয়া আষাড়ের জল, নৃত্যকলা
শবের সাকিন
অর্থবছর
ভাঙা সাঁকোটিও জুড়ে যাবে নতুন অর্থবছরে
জল এসে ঢুকবে পাশের গন্ধর্ব পাড়ায়
টানা মরশুম যেখানে পৌঁছতে পারেনি মৌসুমীবায়ু
কঙ্কণ কিঙ্কিণি
বায়ুপ্রকল্পের ঘরে এই নিয়ে
আষাঢের প্রেরণার গান,উপুড় গাত্রবরণ
সামান্য বৃষ্টিতেই বিগলিত
সর্বাঙ্গের বিনয়ী ছত্রাক
নতুন অর্থবছরে চামড়ায়
নিজেই সে বেঁধে নেবে ঠাট
বাজনার রেশ ধরে উড়ে এসে বসবে পাতাটি
মুন্ডিত শ্রমণের মত ছায়াদের গাছ
সূচিশিল্প
প্রতিটি গল্পের পর
কিছু দূর রেশ থেকে যায় , রেশ ধরে
ছেলেরা পালায়, অব্যর্থ স্বপ্নফল
চামড়ার কালশীটে ফেলে
তাদের ঘুমিয়ে পড়ার ভানগুলি
নবোত্থিত ডালপালাদের মতো
ছটফটে লোভের অংশগুলি হেলে পড়া অজানা বাতাসে.....
বাকি সব হিংসুক দুয়োরানিদের কথা
নিজেদের গুটিপোকা ফেলে
তারা ধরা দেয় মসৃণ সূচিশিল্পের কাছে
Review Comments
সোসাল মিডিয়া কামেন্টস