বুঝেও বুঝিনা




হেরে যাওয়া নিশ্চিত জেনেও
ভুল পথে পা ফেলি
গোল্ড মেডেলের অপেক্ষায় থাকি

বুঝেও বুঝিনা...

প্রদীপ জ্বালিয়ে চলে গেল
আগলে আগলে কতক্ষণ রাখি
দমকা হাওয়া তো আসবেই।

কাউকে বিশ্বাস করার আগে মরীচিকার গল্প জানতে হয়

জলরঙ পালকে মেখে মেঘ ছুঁতে গেলে
রঙ যে ধুয়ে যায় ...