গোপা বসুর কবিতা

গোপা বসু


কবিতা -১

অমাবস্যায় তারার আলোর বন্ধ্যা
মন্বন্তর কুয়াশা ছাওয়া
মাত্রাহীন জীবনগানের বাঁধভাঙা উল্লাসে
এখানে মুখগুলির পাথরছবি
হিমানীর ঘরে পারুলবনের ডাক
উদযাপনের প্রতীক্ষায় প্রতিপদে নিশিযাপন



কবিতা-২

নিঃশব্দের গভীরতা গাঢ় করে তার স্পর্শকে
মেঘের বুক চিরে বাঁকা তীর অথবা পাগল হাওয়া
কায়েম করে দখলদারী নগ্ন চাহিদায়
ঝাপসা কাঁচ গড়িয়ে পড়া এলোমেলো ধারা
ডায়েরীর ছেঁড়া পাতা ঠান্ডা চায়ের কালো সর
হয়তো ছুঁয়ে থাকে ন্যাপথলিন জড়ানো গন্ধকে ..
ফেসবুকের এয়াপসে জেগে ওঠে পুরোনো স্মৃতি রোজ প্রতিদিন
স্ট্যাটাস জানতে চায় আগামীর অঙ্গীকার .


কবিতা-৩


এক ঝলক রোদ
হঠাৎ আসা কালো মেঘের পর
নেশার মতো
মাতাল পাগল আসছে বুঝি ঝড়

সুরেলা শুক
আবেশ ভরা গোপন কোনো কথায়
ভরালো বুক
রক্তঝরানো নিঃশব্দ কি ব্যাথায়


ভালোই হলো
একলা পথে উন্মুখ হয়ে  হাঁটা
থমকে যাওয়া
বিঁধলো বুঝি গোপন পথের কাঁটা

স্বপ্ন শুধু
স্বপ্ন হয়ে চোখের উপর ভাসে
স্বপ্ন নদীর
স্বপ্নে দোলা স্রোতের বাঁকে বাঁকে ।